সিলেট বিভাগের চারটি জেলায় ৯৮৭টি বিদ্যালয়ের মধ্যে ৬২২টিতে মিড ডে মিলের কার্যক্রম চলমান আছে। তন্মধ্যে মিড ডে মিল রান্না হয় ২৩৪টি বিদ্যালয়ে এবং বাড়ি থেকে খাবার আনা হয় ৩৮৮টি বিদ্যালয়ে। এসব তথ্য জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
আজ রবিবার দুপুরে সিলেট সরকারি অগ্রগামী বালিকা উচ্চবিদ্যালয়ে মিড ডে মিল কর্মসূচির উদ্বোধন শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান তিনি। ভিডিও কনফারেন্সের মাধ্যমে সিলেটের ১৪টি বিদ্যালয়ে শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলকে সঙ্গে নিয়ে এই কর্মসূচির উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী।
মিড ডে মিল কার্যক্রম উদ্বোধন শেষে শিক্ষার্থীদের সাথে একসাথে খাবার খান শিক্ষামন্ত্রী ও শিক্ষা উপমন্ত্রী। এসময় শিক্ষার্থীরা উৎফুল্ল হয়ে ওঠে। পরে শিক্ষামন্ত্রী সাংবাদিকদের বলেন, ‘সিলেট বিভাগে ৬২২টি বিদ্যালয়ে মিড ডে মিল কর্মসূচি চলছে। এ বিভাগের ১৮টি উপজেলায় (মোট উপজেলা ৩৯টি) শতভাগ বিদ্যালয়ে এ কর্মসূচি আছে। বিভাগের দুই লাখ ৭০ হাজার শিক্ষার্থী মিড ডে মিল কর্মসূচির আওতায় আছে।’ পর্যায়ক্রমে সিলেটের বাকি বিদ্যালয়গুলোতেও মিড ডে মিল কর্মসূচি চালু করা হবে বলে জানান শিক্ষামন্ত্রী।
মিড ডে মিল কর্মসূচি উদ্বোধনকালে অন্যান্যের মধ্যে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সিনিয়র সচিব মো. সোহরাব হোসাইন, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মিসবাহ উদ্দিন সিরাজ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, সাবেক সাংসদ সৈয়দা জেবুন্নেছা হক প্রমুখ উপস্থিত ছিলেন।
এর আগে দুপুর ১২টার দিকে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান শিক্ষামন্ত্রী ও শিক্ষা উপমন্ত্রী। বিমানবন্দরে আওয়ামী লীগ নেতারা তাদেরকে স্বাগত জানান। পরে হযরত শাহজালাল (রহ.) ও হযরত শাহপরান (রহ.) এর মাজার জিয়ারত করেন তারা।
বিকালে সিলেট জেলা স্টেডিয়ামে ৪৮তম গ্রীষ্মকালীন জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন দীপু মনি ও নওফেল। এছাড়া দক্ষিণ সুরমায় কারিগরি শিক্ষা ইন্সটিটিউটে ‘কারিগরি শিক্ষা বিস্তারে করণীয় বিষয়ে কর্মশালা ও মতবিনিময় সভায়’ও উপস্থিত ছিলেন তাঁরা।
বিডি-প্রতিদিন/ সিফাত আব্দুল্লাহ