মৌলভীবাজারের শ্রীমঙ্গলে প্রায় সাতশ' পঞ্চাশ লিটার চোলাই মদ উদ্ধার করেছে পুলিশ। এসময় মদ তৈরীর সরঞ্জামও উদ্ধার করা হয়।
সোমবার সকালে উপজেলার কালিঘাট চা বাগানের ৯নং লাইনে অভিযান চালিয়ে এগুলো উদ্ধার করা হয়।
থানার এসএই ফজলে রাব্বী বলেন, বাগানের ৯নং লাইনের লালন, সন্তোষ ও রজিতের ঘরে দীর্ঘদিন ধরেই চোলাই মদ বিক্রি হচ্ছিল। তাদেরকে কয়েকবার নিষেধ করার পরও তারা এই অবৈধ্য মদ বিক্রি বন্ধ করেনি। অভিযোনের সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা পালিয়ে যায়। তবে চোলাই মদ ও মদ তৈরীর সরঞ্জাম নিয়ে আসা হয়েছে।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন