সিলেটে বৃষ্টির মধ্যেই বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার মুক্তির দাবিতে মানববন্ধন করেছে জেলা ও মহানগর কৃষক দল। মঙ্গলবার দুপুর সাড়ে ১২টায় নগরীর কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় সহ-ক্ষুদ্র ঋণ বিষয়ক সম্পাদক মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক। তিনি বলেন, ‘বর্তমান সরকার দেশের সর্বোচ্চ আদালতকে ব্যবহার করে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে মিথ্যা বানোয়াট ও সাজানো মামলায় সাজা দিয়ে কারাবন্দি করে রেখেছে। আওয়ামী লীগ সরকার চেয়েছিল খালেদা জিয়াকে কারাগারে বন্দি রেখে বিএনপিকে নিঃশেষ করে দিতে। সরকারের সেই হীন চেষ্টা ব্যর্থ হয়েছে।’
সিলেট মহানগর কৃষক দলের আহবায়ক আব্দুল মান্নান পুতুলের সভাপতিত্বে ও জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক তাজরুল ইসলাম তাজুলের পরিচালনায় অনুষ্ঠিত মানবন্ধনে জেলা শ্রমিকদলের সভাপতি সুরমান আলী, জেলা ওলামা দলের সভাপতি মুফতি সাদিকুর রহমান, জেলা হকার্স দলের সভাপতি আব্দুল আহাদ, মহানগর হকার্স দলের সভাপতি ইউনুস মিয়া, জেলা কৃষক দলের যুগ্ম আহবায়ক জহিরুল ইসলাম মকর প্রমুখ বক্তব্য রাখেন।
বিডি প্রতিদিন/এ মজুমদার