সিলেটে শুরু হয়েছে ‘হেলমেট আছে তো জ্বালানি আছে’ কর্মসূচি। মঙ্গলবার সকাল ১১টায় নগরীর মিরাবাজারস্থ একটি ফিলিং স্টেশনে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।
কর্মসূচির উদ্বোধনকালে সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (অপরাধ) শফিকুল ইসলাম, উপ-কমিশনার (ট্রাফিক) ফয়সাল মাহমুদ, বাংলাদেশ পেট্রোলিয়াম ডিলারস ডিস্ট্রিবিউটর এজেন্ট অ্যান্ড পেট্রোলিয়াম ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মোস্তাফা কামাল, মহাসচিব জুবায়ের আহমদ চৌধুরী, অতিরিক্ত উপ-কমিশনার জেদান আল মুসা, নিকুলিন চাকমা প্রমুখ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সিলেট নগর পুলিশের অতিরিক্ত কমিশনার (অপরাধ) শফিকুল ইসলাম বলেন, এ কর্মসূচির আওতায় মোটরসাইকেল চালকদের হেলমেট না থাকলে পেট্রল পাম্প বা ফিলিং স্টেশনগুলোতে পেট্রল দেওয়া হবে না। মোটরসাইকেল দুর্ঘটনায় মাথায় হেলমেট না থাকায় মৃত্যুর সংখ্যা বাড়ছে। তাই সচেতনতা বাড়াতে সিলেট মহানগরীতে এ কর্মসূচি গ্রহণ করা হয়েছে। মোটরসাইকেল আরোহীদের নিজেদের নিরাপত্তার স্বার্থেই হেলমেট ব্যবহার করা উচিত।
অনুষ্ঠানে বাংলাদেশ পেট্রোলিয়াম ডিলারস ডিস্ট্রিবিউটর এজেন্ট এন্ড পেট্রোলিয়াম ওনার্স এসোসিয়েশনের সভাপতি ও মহাসচিব পুলিশের এই কর্মসূচিকে সাধুবাদ জানান। তারা সচেতনতামূলক কার্যক্রম হিসেবে নগরীতে পাঁচশত হেলমেট বিতরণের ঘোষণা দেন।
বিডি প্রতিদিন/এনায়েত করিম