সিলেটের বিআইডিসি এলাকায় ট্রাকচাপায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। নিহত মোটরসাইকেল আরোহীর নাম শিবলু মিয়া (৩০)। সে সিলেট নগরের সোনারপাড়া এলাকার শাহজাহান মিয়ার ছেলে।
মঙ্গলবার (১ অক্টোবর) দিবাগত রাতে সিলেট-তামাবিল সড়কে এ দুর্ঘটনা ঘটে। সিলেট মহানগর পুলিশের শাহপরান (র.) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাইয়ুম চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ময়নাতদন্তের জন্য নিহতের মরদেহটি সিলেট হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
স্থানীয় সূত্র জানা যায়, মোটরসাইকেল চালিয়ে বাড়ি ফেরার পথে তামাবিল থেকে ছেড়ে আসা একটি ট্রাক ওই এলাকায় শিবলুর মোটরসাইকেলটিকে চাপা দিয়ে পালিয়ে যায়। গুরুতর আহতাবস্থায় তাকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিডি-প্রতিদিন/ সিফাত আব্দুল্লাহ