সিলেটের বিয়ানীবাজার উপজেলার দুবাগ ইউনিয়নের সিলটিপাড়া সাকিন থেকে আট হাজার পিস ইয়াবাসহ দুই জনকে আটক করেছে পুলিশ।
বুধবার দুপুরে একটি প্রাইভেটকারসহ তাদেরকে আটক করা হয়।
আটককৃতরা হলেন, বিয়ানীবাজারের সাদিমাপুররের মৃত আরব আলীর ছেলে নুরুল ইসলাম (২৮) ও শেওলা আদর্শ গ্রামের মাসুক আহমদের ছেলে মারুফ আহমদ (২৮)।
সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার আমিনুল ইসলাম জানান, বিয়ানীবাজারের গজুকাটা সীমান্ত থেকে এসব ইয়াবা নিয়ে আসছিল আটককৃতরা। পরে গোপন সংবাদের ভিত্তিতে সিলটিপাড়া সাকিন এলাকায় তাদের বহনকারী সাদা রঙের
একটি প্রাইভেটকার তল্লাশি করা হয়। এ সময় আট হাজার পিস ইয়াবা জব্দ করে পুলিশ।
এই পুলিশ কর্মকর্তা আরও জানান, সীমান্তের ওপার থেকে তারা বিক্রির উদ্দেশে ইয়াবাগুলো নিয়ে আসছিল। প্রাথমিক জিজ্ঞাসাবাদে এ বিষয়টি স্বীকার করেছেন তারা।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন