সিলেট জেলা ও মহানগর যুবদলের নবগঠিত আহবায়ক কমিটির নেতৃত্বে শোডাউন হয়েছে। মঙ্গলবার বিকালে নগরীর দরগাহ গেইট এলাকা থেকে কয়েক হাজার নেতাকর্মীর অংশগ্রহণে মিছিল বের করে যুবদল। বিভিন্ন সড়ক ঘুরে মিছিল শেষ হয় নগরীর নয়াসড়ক পয়েন্টে গিয়ে। এর আগে বিএনপি নেতাদের সাথে নিয়ে আহবায়ক কমিটির নেতারা হযরত শাহজালাল (রহ.) মাজার জিয়ারত করেন।
মাজার জিয়ারতকালে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এম এ হক, কেন্দ্রীয় নির্বাহী সদস্য আবুল কাহের শামীম, জেলা বিএনপির আহবায়ক কামরুল হুদা জায়গীরদার, আহবায়ক কমিটির সদস্য আলী আহমদ, কাউন্সিলর ফরহাদ চৌধুরী শামীম, রেজাউল হাসান কয়েস লোদী উপস্থিত ছিলেন। যুবদল নেতাদের মধ্যে জেলা যুবদলের আহবায়ক সিদ্দিকুর রহমান পাপলু, মহানগরের আহবায়ক নজিবুর রহমান নজিব, জেলার সদস্যসচিব মকসুদ আহমদ, মহানগরের সদস্যসচিব শাহ নেওয়াজ বক্ত তারেক, জেলা ছাত্রদলের সভাপতি আলতাব হোসেন সুমন, মহানগর ছাত্রদলের সভাপতি সুদীপ জ্যোতি এষ প্রমুখ উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, দীর্ঘ ১৯ বছর পর গত শুক্রবার সিলেট জেলা ও মহানগর যুবদলের আহবায়ক কমিটি ঘোষণা করে কেন্দ্র। এ নতুন কমিটির প্রথম মাঠের কর্মসূচি ছিল আজ।
বিডি প্রতিদিন/এ মজুমদার
 
                         
                                    ,-05_11_19-(4).jpg) 
                                                             
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                        