সিলেটে পুলিশের শর্ত মেনে নগরীতে শোভাযাত্রা করেছে সিলেট জেলা বিএনপি। বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষ্যে আয়োজিত এ শোভাযাত্রা মঙ্গলবার বেলা সোয়া ১২টায় রেজিস্টারি মাঠ থেকে শুরু হয়ে সিটি পয়েন্টে এসে শেষ হয়।
পুলিশের শর্ত অনুযায়ী শোভাযাত্রা নিয়ে কোর্ট পয়েন্টে না আসা এবং মাইক ব্যবহার করেনি সিলেট জেলা বিএনপি। তাই রেজিস্টারি মাঠ থেকে সিটি পয়েন্টে এসেই সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শোভাযাত্রা সমাপ্ত হয়।
বক্তারা বলেন, পুলিশের বাধায় বিপুল সংখ্যক নেতাকর্মী শোভাযাত্রায় অংশ নিতে পারেননি। পুলিশ নেতাকর্মীদের ভয়-ভীতি দেখিয়েছে বলেও অভিযোগ করেন বিএনপি নেতারা।
শোভাযাত্রায় উপস্থিত ছিলেন সিলেট জেলা বিএনপির আহবায়ক কামরুল হুদা জায়গীরদার, সাবেক সভাপতি আবুল কাহের শামীম, সাবেক সাধারণ সম্পাদক আলী আহমদ, সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ খান জামাল, মাহবুবুল হক চৌধুরী প্রমুখ।
বিডি-প্রতিদিন/শফিক