সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের গাইনি ওয়ার্ডে করোনায় আক্রান্ত এক নারী /শনাক্ত হওয়ার পর চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীসহ ৪৪ জনকে হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে। এর মধ্যে ২২ জনের নমুনা পরীক্ষা হয়েছে। পরীক্ষায় সবার ফলাফল এসেছে ‘নেগেটিভ’।
বুধবার সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের ল্যাব থেকে তাদের পরীক্ষার ফলাফল ঘোষণা করা হয়। এছাড়া বাকি ১৭ জনের নমুনা সংগ্রহ করে ল্যাবে পাঠানো হয়েছে। আজ বৃহস্পতিবার তাদের ফলাফল পাওয়ার কথা।
গত সোমবার ওসমানী হাসপাতালের সদ্য সিজার হওয়া এক নারীর শরীরে করোনা আক্রান্তের বিষয়টি ধরা পড়ে। এরপর ওই নারীর সংম্পর্শে আসা ১৯ জন চিকিৎসক, ১৪ জন নার্স ও ১১ জন স্বাস্থ্যকর্মীকে কোয়ারেন্টিনে পাঠানো হয়।
বিডি প্রতিদিন/এ মজুমদার