চলমান সংকটে কর্মহীন মানুষদের প্রতি সহায়তার হাতি বাড়িয়েছেন সিলেটের বিশ্বনাথ উপজেলা যুবলীগ নেতা মুহিবুর রহমান সুইট। নিজ ইউনিয়ন উপজেলার ‘খাজাঞ্চি’র ৩০০ পরিবারকে নিজ উদ্যোগে খাদ্য সহায়তা দিয়েছেন তিনি।
গতকাল বৃহস্পতিবার মধ্যরাত অবধি মানুষের বাড়ি বাড়ি পৌঁছে দেন এ সহায়তা। খাদ্য সামগ্রীর মধ্যে ছিলো ৮ কেজি চাল, ১ কেজি ডাল, ২ কেজি আলু, ১ লিটার সয়াবিন ও ২ কেজি পিয়াজ। মানবিক বিবেচনায় কর্মহীন মানুষদের কথা চিন্তা করেই খাদ্য সহায়তার উদ্যোগ নেন তিনি।
নিজস্ব তহবিল, পরিবারের প্রবাসী সদস্য, বন্ধু-বান্ধব ও শুভাকাঙ্খিদের সহযোগীতায় গড়ে তোলেন ‘খাদ্য ফান্ড’। সমাজিক যোগাযোগ মাধ্যমে ফান্ডের কার্যক্রম ও স্বচ্ছতার ফিরিস্তিও তুলে ধরা হয় নিয়মিত। এতে বন্ধু-স্বজনের উৎসাহ পেয়ে দ্বিগুন বৃদ্ধি করেন সুবিধাভোগী মানুষের সংখ্যা। সুবিধা পায় ইউনিয়নের প্রত্যেক গ্রামের কর্মহীন মানুষ।
এ বিষয়ে কথা হলে মুহিবুর রহমান সুইট বাংলাদেশ প্রতিদিনকে বলেন, নিজের সামর্থনুযায়ী উদ্যোগ নিলেই, যে কোন কাজ সমাধা করা সম্ভব। যারা সহযোগীতায় অংশ নিয়েছেন তাদের ধন্যবাদ। আমাদের প্রত্যেকের উচিৎ এই সংকটে মানুষের পাশে দাঁড়ানোর।
বিডি-প্রতিদিন/সিফাত আব্দুল্লাহ