করোনা সঙ্কটে সিলেটের বিশ্বনাথ উপজেলার নিজ গ্রামের মানুষের পাশে দাঁড়িয়েছেন যুক্তরাজ্য প্রবাসীরা। ইতিমধ্যে তাদের উদ্যোগে গ্রামের কর্মহীন মানুষদের মধ্যে বিতরণ করা হয়েছে ৪ লক্ষ্য টাকার খাদ্য সামগ্রী।
গতকাল বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বিকেলে উপজেলার দশঘর ইউনিয়নের বাউসী গ্রামে, ১৬৬ টি পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। খাদ্যসামগ্রীর মধ্যে ছিলো ২০ কেজি চাল, ৫ কেজি ডাল, ৫ কেজি পিয়াজ, ৫ লিটার সয়াবিন, ১০ কেজি আলু, ২ কেজি ছোলা, ১ কেজি লবন ও একটি সাবান।
প্রবাসীরা জানান, চলমান সঙ্কটে কেউ ভালো নেই। করোনার প্রভাবে অনেকটা অবরুদ্ধ জীবন। আমরা সাধ্যমতো চেষ্টা করছি স্বদেশের মানুষের পাশে থাকতে।
বিডি-প্রতিদিন/সিফাত আব্দুল্লাহ