সিলেটের বিশ্বনাথ উপজেলার দশপাইকা বাজারে বিক্রির জন্য উঠেছে ১৭ কেজি ওজনের একটি বাঘাইড় মাছ।
মঙ্গলবার ভোরে জগন্নাথপুরের কুশিয়ারা নদীতে জেলেদের জালে ধরা পড়ে এটি।
বিকালে মাছটি বিক্রির জন্য বিশ্বনাথে নিয়ে আসেন মৎস্য ব্যবসায়ী সালেহ আহমদ। দাম হাঁকেন ৩০ হাজার টাকা। এসময় স্থানীয় ক্রেতারা ১২-১৪ হাজার টাকা দাম-দর করেন। পরে ১৪ হাজার টাকায় মাছটি ক্রয় করেন শাহ আলম নামের এক ক্রেতা।
মৎস্য ব্যবসায়ী সালেহ আহমদ জানান, করোনার প্রভাবে বাজারে ক্রেতা কম। মাছটির উপযুক্ত মূল্য পাইনি। এ সংকট না থাকলে ২০-২৫ হাজার টাকায় বিক্রি করতে পারতাম।
বিডি প্রতিদিন/আরাফাত