করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে ঘরবন্দি হয়ে আছে মৌলভীবাজারের শ্রীমঙ্গল ও কমলগঞ্জ উপজেলার মানুষরা। যার কারণে সবচেয়ে দুর্ভোগে পড়েছে এই দুই উপজেলার খেটে খাওয়া, হতদরিদ্র মানুষেরা। টানাপোড়ন শুরু হয়েছে মধ্যবিত্ত পরিবারগুলোতেও।
আজ বুধবার এই দুই উপজেলায় প্রধানমন্ত্রীর দেয়া চাল হতদরিদ্রদের হাতে তুলে দিয়েছেন অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি উপাধ্যক্ষ মো. আব্দুস শহীদ এমপি। তিনি সকালে তার নির্বাচনী এলাকা শ্রীমঙ্গলে সদর ইউনিয়ন কমপ্লেক্সে ২৮০ জন আর বিকেলে কমলগঞ্জ পৌরসভা প্রাঙ্গণে ৫০০ জন দিনমজুর, হতদরিদ্র খেটে খাওয়া মানুষের মধ্যে ১০ কেজি করে চাল বিতরণ করেন।
এসময় তিনি বলেন, সবাইকে ধের্য ধারণ করে দেশের এই দুর্যোগ সময় মোকাবেলা করতে হবে। করোনাভাইরাসের সংক্রমন থেকে রক্ষা পেতে সবাইকে ঘরে থাকতে হবে। আমরা নিজেরা সচেতন হয়ে একে অন্যর সাহায্য সহযোগিতায় এই দুর্যোগ কাটিয়ে উঠবো, আল্লাহ আমাদের সহায় হবেন।
এসময় উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আশেকুল হক, পৌরসভার মেয়র মো. জুয়েল আহম্মেদ, শ্রীমঙ্গল থানার ওসি আব্দুস ছালেক, শ্রীমঙ্গল সদর ইউনিয়নের চেয়ারম্যান ভানু লাল রায় প্রমুখ।
বিডি প্রতিদিন/ফারজানা