করোনা সঙ্কটে কর্মহীন শতাধিক পরিবহন শ্রমিকদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছেন সিলেট-২ আসনের সংসদ সদস্য, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য মোকাব্বির খান।
এমপি ও স্থানীয় প্রবাসী আনসার মিয়ার যৌথ উদ্যোগে মঙ্গলবার (২৮ এপ্রিল) বিকেলে রামসুন্দর স্কুল মাঠে মাইক্রোবাস ও সিএনজি চালিত অটোরিকশা শ্রমিকদের মধ্যে এ খাদ্য সমগ্রী বিতরণ করা হয়। খাদ্য সামগ্রীর মধ্যে ছিলো ১০ কেজি চাল, ২ কেজি আলু, ১ কেজি লবন ও ১ লিটার সয়াবিন।
খাদ্য সামগ্রী বিতরণ কালে মোকাব্বির খান বলেন, এই অঞ্চলের মানুষ সকল দূর্যোগে সরকারের পাশাপাশি প্রবাসীদেরকেও কাছে পান। নিজেরা লকডাউনে থাকার পরও দেশের মানুষের কল্যাণে প্রসারিত করেছেন সাহায্যের হাত। করোনা প্রতিরোধে সরকারি নির্দেশনা মেনে আমাদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
বিডি-প্রতিদিন/সিফাত আব্দুল্লাহ