মহান মে দিবস উপলক্ষে সিলেটে আলোচনা সভা করেছে জেলা হোটেল শ্রমিক ইউনিয়ন। শুক্রবার সকাল ১১টায় নগরীর তালতলাস্থ সংগঠনের অস্থায়ী কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় বক্তারা বলেন, মহামারি করোনাভাইরাসের কারণে দেশে লকডাউন চলছে। এতে দেশের প্রায় ৪০ লাখ হোটেল শ্রমিক বেকার হয়ে মানবেতর জীবন যাপন করছেন। বক্তারা অবিলম্বে হোটেল শ্রমিকদের বকেয়া পাওনা ও ঈদ বোনাসসহ মে মাসের বেতন প্রদানের দাবি জানান।
সিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. আরিফুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এম শফর আলী খানের পারিচালনায় সভায় উপস্থিত ছিলেন, সংগঠনের উপদেষ্টা মো. নুরুল ইসলাম মকবুল, সহ-সভাপতি মো. ইউসুফ জামিল, মোজাম্মেল আলী, মহানগর শাখার সহ-সভাপতি হারুন রশিদ মিয়া, সাংগঠনিক সম্পাদক মো. হারুনুর রশিদ, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মো. অন্তর ইসলাম জাবেদ, মহানগর মহিলা শাখার সভাপতি লিলি বেগম ও সাধারণ সম্পাদক রিনা বেগম।
বিডি প্রতিদিন/এনায়েত করিম