লকডাউন অমান্য করে রাতের আঁধারে লুকিয়ে সিলেটে যাত্রী ঢুকা কিছুতেই বন্ধ হচ্ছে না। নানা কৌশলে বিভিন্ন জেলা থেকে সিলেটে আসছেন যাত্রীরা। কেউ আসছেন ট্রাকে, কেউ কাভার্ডভ্যান, বাস ও প্রাইভেটগাড়িতে।
এবার শিক্ষাবোর্ডের স্টিকার লাগিয়ে মাইক্রোবাস নিয়ে রংপুর থেকে সিলেটে এলেন ৭ যাত্রী। এর মধ্যে ৬ জন পুরুষ ও ১ জন নারী। গত শনিবার মধ্যরাতে তারা নগরীর আখালিয়ায় এসে মাইক্রোবাস থেকে নামলে স্থানীয়দের মধ্যে শুরু হয় তোলপাড়।
জানা গেছে, শনিবার রাত ১২টার দিকে সিলেট নগরীর আখালিয়া এলাকায় শিক্ষাবোর্ডের স্টিকার মারা একটি মাইক্রোবাস ৭ জন যাত্রীকে নামিয়ে দিয়ে দ্রুত চলে যায়। মাইক্রোবাসের যাত্রীরা আখালিয়ার একটি বাড়িতে আশ্রয় নেন। খবর পেয়ে এলাকার লোকজন গিয়ে দেখতে পান ওই মাইক্রোবাসে করে রংপুর থেকে ৬ জন পুরুষ ও একজন নারী এসেছেন।
খবর পেয়ে পুলিশ গিয়ে তাদের জিজ্ঞাসাবাদ করে। রংপুর থেকে আসা এই ৭ যাত্রীর কারো বাড়িই আখালিয়ায় নয়। এর মাজে একজন ছিলেন সুনামগঞ্জে ছাতকের একটি মাদরাসার শিক্ষক। পরে তাদের নিজ নিজ এলাকায় চলে যাওয়ার নির্দেশ দেয়া হয়েছে বলে জানিয়েছেন জালালাবাদ থানার ওসি আকিল উদ্দিন।
বিডি প্রতিদিন/আরাফাত