করোনাভাইরাস পরিস্থিতিতে ক্রেতা-বিক্রেতা ও জনসাধারণের স্বাস্থ্য নিরাপত্তার কথা চিন্তা করে সিলেটে পবিত্র ঈদুল ফিতরের আগে কোনো মার্কেট না খোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
শুক্রবার বিকেলে নগরভবনে মেয়র আরিফুল হক চৌধুরীর আহ্বানে অনুষ্ঠিত এক বৈঠকে মার্কেট সমিতি ও ব্যবসায়ী সংগঠনের নেতারা এ ব্যাপারে একমত হয়েছেন।
ঈদকে সামনে রেখে ১০ মে থেকে সীমিত আকারে দেশের মার্কেটগুলো খোলার অনুমতি দেয় সরকার। এরপর থেকে সিলেটের সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। মার্কেটগুলো খোলা থাকলে করোনাভাইরাস সংক্রমণ বেড়ে যাওয়ার আশঙ্কা প্রকাশ করছিলেন নগরবাসী। মার্কেট না খুলতে অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে দাবি জানিয়ে আসছিলেন।
জনসাধারণের নিরাপত্তার কথা ভেবে শুক্রবার বিকেলে নগরভবনে সকল মার্কেট সমিতির নেতৃবৃন্দ ও ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধিদের নিয়ে সভা আহ্বান করেন সিটি মেয়র আরিফুল হক চৌধুরী। সভায় আলোচনা শেষে উপস্থিত মার্কেট কর্তৃপক্ষ ও ব্যবসায়ী নেতারা ঈদের আগে নগরীর কোনো মার্কেট না খোলার ব্যাপারে সিদ্ধান্ত নেন।
তবে বিচ্ছিন্নভাবে কেউ দোকানপাট খুলতে চাইলে তাদেরকে বাধা দেওয়া হবে না বলেও সিদ্ধান্ত নেওয়া হয়।
সভায় আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল, সিলেট চেম্বারের সভাপতি এটি এম সুয়েবসহ ব্যবসায়ী প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/এনায়েত করিম