সিলেটে দক্ষিণ সুরমায় ভাতিজার এলোপাতাড়ি ছুরিকাঘাতে খুন হয়েছেন চাচা। জমি সংক্রান্ত বিরোধের জের ধরে শুক্রবার বিকেলে উপজেলার লালাবাজারের ভরাউট গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আবদুল জব্বার (৫৩) ওই গ্রামের বাসিন্দা।
জানা যায়, জমির মালিকানা নিয়ে আবদুল জব্বার ও তার বড় ভাই আবদুস ছাত্তারের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এর জের ধরে শুক্রবার বিকেলে আবদুস সাত্তারের পরিবারের সদস্যরা আবদুল জব্বারের ঘরে ঢুকে হামলা চালায়। এসময় আবদুস ছাত্তারের ছেলে ফাহিম আহমদের এলোপাতাড়ি ছুরিকাঘাতে গুরুতর আহত হন। আশঙ্কাজনক অবস্থায় তাকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ