সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় ভারতীয় খাসিয়াদের গুলিতে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন।
শনিবার বিকাল ৩টার দিকে উপজেলার কালাইরাগ সীমান্তে এ ঘটনা ঘটে।
নিহত বাবুল বিশ্বাস (৩৪) উপজেলার পূর্ব ইসলামপুর ইউনিয়নের শাতাল গ্রামের গোপাল বিশ্বাসের ছেলে।
খাসিয়াদের গুলিতে বাংলাদেশি যুবক নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন কোম্পানীগঞ্জ থানার ওসি (ভারপ্রাপ্ত) রজি উল্লাহ খান।
তিনি বলেন, মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।
তবে বাবুল বিশ্বাস সীমান্তে কি করছিলেন কিংবা খাসিয়ারা কেন গুলি ছুড়লো, এ বিষয়টি নিশ্চিত করতে পারেননি ওসি।
বিডি প্রতিদিন/ সালাহ উদ্দীন