সিলেট সীমান্তে অভিযান চালিয়ে প্রায় দেড় কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ করেছে বিজিবি। বৃহস্পতিবার বিজিবি ৪৮ ব্যাটালিয়নের আওতাধীন বিভিন্ন সীমান্ত ফাঁড়ির টহল দল চালানগুলো জব্দ করে।
বিজিবি জানায়, বৃহস্পতিবার নোয়াকোট, শ্রীপুর, প্রতাপপুর, দমদমিয়া ও সোনালীচেলা সীমান্ত ফাঁড়ির টহল দল অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় মদ, শাড়ি, চিনি ও গরু জব্দ করে। এছাড়া ব্যাটালিয়ন সদরের একটি বিশেষ টহল দল গোয়াইনঘাট উপজেলার হাদারপাড় এলাকায় সেনাবাহিনীর সহায়তায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় জিরাসহ দুই চোরাকারবারীকে আটক করে। আটক ব্যক্তিদের গোয়াইনঘাট থানায় সোপর্দ করা হয়েছে। অভিযানে জব্দকৃত পণ্য ও পশুর বাজার মূল্য প্রায় দেড় কোটি টাকা বলে জানিয়েছে বিজিবি।
এ বিষয়ে বিজিবি ৪৮ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হক বলেন, ‘সীমান্তের নিরাপত্তা জোরদার ও চোরাচালানরোধে বিজিবি সর্বদা সতর্ক অবস্থানে রয়েছে। নিয়মিত অভিযান ও গোয়েন্দা তৎপরতার ধারাবাহিকতায় সাম্প্রতিক সময়ে বিপুল পরিমাণ মাদক ও চোরাচালান পণ্য জব্দ করা সম্ভব হয়েছে। চোরাচালানরোধে অভিযান অব্যাহত থাকবে।’
বিডি প্রতিদিন/এমআই