সিলেটের দক্ষিণ সুরমার তেলিবাজার এলাকায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী এক যুবক নিহত হয়েছেন।
বুধবার রাত ৯টার দিকে চিকিৎসাধীন অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান তিনি।
এর আগে বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সিলেট-ঢাকা মহাসড়কের দক্ষিণ সুরমার তেলিবাজার এলাকায় তিনি আহত হয়েছিলেন।
নিহত সুজন আহমদ (২৪) সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার বদিকোনা গ্রামের আজির উদ্দিনের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তেলিবাজার এলাকায় মোটরসাইকেল আরোহী সুজনকে ধাক্কা দিয়ে গুরুতর আহত করে একটি ট্রাক। আশঙ্কাজনক অবস্থায় তাকে ওসমানী হাসপাতালে ভর্তি করা হলে রাত ৯টার দিকে সে মারা যায়।
দক্ষিণ সুরমা থানার ওসি আকতার হোসেন জানান, ময়নাতদন্ত শেষে লাশ সুজনের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। পরিবার রাজি না হওয়ায় দুর্ঘটনার কোনো মামলা হয়নি।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন