সিলেটের বিশ্বনাথ উপজেলায় যৌতুকের কারণে বিয়ের এক বছরের মাথায় সদ্য ভূমিষ্ট শিশু নিয়ে ঘর ছাড়তে হয়েছে এক গৃহবধূর। এবার সেই গৃহবধূর দায়ের করা মামলায় নেফুর আলী (৪০) নামে যৌতুক লোভী স্বামীকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
সংশ্লিষ্ট খবর- যৌতুক না দেওয়ায় নির্যাতন, দুধের শিশু নিয়ে ঘরছাড়া গৃহবধূ!
নেফুর আলী উপজেলার দশঘর ইউনিয়নের বাইশঘর গ্রামের মৃত বুজুর আলীর ছেলে। শুক্রবার (১৭ জুুলাই) সকাল ৮ টায় তাকে সিলেট আদালতে প্রেরণ করা হয়েছে। এর আগে গত বৃহষ্পতিবার (১৬ জুলাই) তার স্ত্রী সাফিয়া বেগম (২৭) বাদী হয়ে যৌতুক দাবী ও নির্যাতনের অভিযোগ এনে মামলা (নাম্বার-১২) দিলে ওই দিনই সন্ধ্যা ৭টা ৩০ মিনিটের সময় স্থানীয় মিয়ারবাজার থেকে তাকে আটক করে পুলিশ।
গ্রেফতারের সত্যতা স্বীকার করে বিশ্বনাথ পুলিশ স্টেশনের উপ-পরিদর্শক (এসআই) অরূপ সাগর বলেন, মামলার প্রেক্ষিতে প্রধান আসামিকে আটক করে আজ সিলেট কোর্টে পাঠানো হয়েছে। অন্যদের গ্রেফতারেরও চেষ্টা চলছে।
সূত্র জানায়, বিয়ের পর থেকে স্ত্রী সাফিয়াকে যৌতুকের জন্য নির্যাতন করে আসছিল নেফুর আলী। কথা মতো টাকা না দিলে মারপিট করে উপোস রাখতো তাকে। সম্পতি একটি কন্যা সন্তানের জন্ম দেন সাফিয়া। এ সন্তান জন্মের ব্যয়ভার হিসেবে আরও ৩০ হাজার যৌতুক দাবী করে। টাকা দিতে অপারগতা প্রকাশ করায় স্ত্রী সাফিয়া ও তার মা-ভাইকে মারধর করে নেফুর আলী, তার দু’ভাই জুনেদ, লুৎফুর ও ভাগ্নে ফয়সল।
বিডি প্রতিদিন/হিমেল