সিলেটে করোনা আক্রান্তের তালিকায় এখন যুক্ত হচ্ছে শিশুদের নাম। শুক্রবার সিলেট ওসমানী মেডিকেল কলেজে নমুনা পরীক্ষায় ৮৮ জনের শরীরে শনাক্ত হয়েছে করোনাভাইরাস। এদের মধ্যে ৬ জন শিশুও রয়েছে। এছাড়া আক্রান্তের তালিকায় ৪ জন চিকিৎসকও রয়েছেন।
জানা গেছে, শুক্রবার সিলেট ওসমানী মেডিকেল কলেজের ল্যাবে নমুনা পরীক্ষায় করোনা আক্রান্ত রোগী পাওয়া গেছে ৮৮ জন। আক্রান্তদের মধ্যে সিলেট সদর উপজেলাসহ জেলার বিভিন্ন উপজেলার ৬১ জন রয়েছেন। এছাড়া হবিগঞ্জ জেলার ১৯ ও মৌলভীবাজারের ৮ জনের শরীরে শনাক্ত হয়েছে করোনা।
বিডি প্রতিদিন/আরাফাত