সিলেটে আগ্নেয়াস্ত্র, গুলি ও ধারালো অস্ত্রসহ দুই ভারতীয় নাগরিককে আটক করেছে বিজিবি। বৃহস্পতিবার সকালে আটককৃতদের আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। গত বুধবার সিলেটের কানাইঘাট উপজেলার ১৩২৪নং মেইন সীমান্ত পিলারের ভেতর থেকে তাদেরকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে অস্ত্র ও অনুপ্রবেশ আইনে মামলা হয়েছে।
আটককৃতরা হলো- ভারতের মেঘালয় রাজ্যের জুয়াই জেলার উকিয়াং থানার বটছড়া খাসিয়া পুঞ্জির বাসিন্দা তাও (৬৫) ও ব্রাজিল (৪৯)। তাদের কাছ থেকে ৩টি একনলা বন্দুক, ১৬ রাউন্ড গুলি, ৩টি ধারালো দা ও ১টি ছোরা উদ্ধার করা হয়েছে।
কানাইঘাট উপজেলার লোভাছড়া বিজিবি ক্যাম্পের কমান্ডার সাইফুল খাঁন জানান, ভারত থেকে একদল সশস্ত্র খাসিয়া বাংলাদেশ সীমান্তের ভেতরে প্রবেশ করলে তাদেরকে আটকের চেষ্টা করা হয়। এসময় বিজিবি সদস্যরা অস্ত্রসহ দুই ভারতীয় খাসিয়া নাগরিককে আটক করতে সক্ষম হয়। বাকিরা ভারতে পালিয়ে যায়। এ ঘটনায় কানাইঘাট থানায় অস্ত্র ও অনুপ্রবেশ আইনে দুটি মামলা দায়ের হয়েছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার