মৌলভীবাজারের শ্রীমঙ্গলে মাস্ক না পড়ায় ৪১টি মামলায় ৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে। করোনাভাইরাসের সংক্রামন প্রতিরোধে আজ শনিবার বিকেলে শহরের বিভিন্ন সড়কে পৃথক দুটি ভ্রাম্যমাণ আদালত এই জরিমানা করেন। আদালত পরিচালনা করেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম ও উপজেলা সহকারি কমিশনার (ভূমি) নেছার উদ্দিন।
নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম ১৬টি মামলায় ১৭শ টাকা জরিমানা আদায় করেন। আর সহকারি কমিশনার (ভূমি) নেছার উদ্দিন ২৫ টি মামলায় ৩ হাজার ৪শত টাকা জরিমানা আদায় করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম বলেন, ‘করোনাভাইরাসের দ্বিতীয় ধাপ মোকাবেলায় যারা স্বাস্থ্যবিধি না মেনে শহরে ঘুরাফেরা করছে তাদের জরিমানা করা হচ্ছে। একই সাথে জনগণকে মাস্ক পড়তে উৎসাহিত করা হচ্ছে। সচেতনতা মূলক প্রচারণা করা হচ্ছে। তারপরও যদি মানুষ স্বাস্থবিধি না মানের তাহলে আমরা আরো কঠোর হতে বাধ্য হবো।’
বিডি প্রতিদিন/হিমেল