সিলেটে সড়কের পাশ থেকে এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার পর্যন্ত তার পরিচয় শনাক্ত করা যায়নি। ময়নাতদন্ত শেষে মরদেহটি সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে বলে জানিয়েছেন বিমানবন্দর থানার ওসি মাইনুল জাকির।
গতকাল সোমবার বিকেলে সিলেট-কোম্পানীগঞ্জ বঙ্গবন্ধু মহাসড়কের সালুটিকর ব্রিজ সংলগ্ন স্থান থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, স্থানীয় লোকজনের দেয়া সংবাদের ভিত্তিতে সোমবার ৫টার দিকে সড়কের পাশ থেকে বৃদ্ধের (৭০) লাশ উদ্ধার করা হয়। তার মুখে সাদা দাঁড়ি, পরণে ফুলহাতা শার্ট, চেক লুঙ্গি ও সাথে একটি লাল গামছা ছিল।
ওসি মাইনুল জাকির জানান, বৃদ্ধের শরীরে আঘাতের কোন চিহ্ন পাওয়া যায়নি। লাশটি কার এবং কিভাবে এখানে এলো তার অনুসন্ধান করছে পুলিশ।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ