সিলেটের বিশ্বনাথ উপজেলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার করোনাকালীন মানবিক সহায়তা পেয়েছেন শতজন ব্যক্তি। করোনায় বির্পযস্ত উপজেলার এসব ব্যক্তিদের ইতিমধ্যেই জনপ্রতি ১ হাজার টাকা করে মোট ১ লাখ টাকা বিতরণ করা হয়েছে।
প্রথমে পুরো উপজেলা থেকে যাচাই-বাছাই করে উপকারভোগীদের তালিকা প্রস্তুত করা হয়। পরে তালিকানুযায়ী এসব ব্যক্তিদের মধ্যে গেল ২৭ এপ্রিল থেকে বিতরণ করা হয় প্রধানমন্ত্রীর মানবিক নগদ এ অর্থ সহায়তা।
এ বিষয়ে কথা হলে বিশ্বনাথ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন চন্দ্র দাশ ‘বাংলাদেশ প্রতিদিন’কে বলেন, প্রধানমন্ত্রীর দেয়া উপহার (মানবিক সহায়তা) ইতিমধ্যেই আমরা জনসাধারণের হাতে পৌছে দিয়েছি। পরবর্তীতে মানবিক সহায়তা এলে তালিকার মাধ্যমে ক্রমান্বয়ে সবাইকে দেয়া হবে।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন