৭ মে, ২০২১ ২০:৪৭

চার হাজার পরিবারে কাউন্সিলর আজাদের ঈদ উপহার

নিজস্ব প্রতিবেদক, সিলেট

চার হাজার পরিবারে কাউন্সিলর আজাদের ঈদ উপহার

করোনা পরিস্থিতিকে বিপাকে পড়া অসচ্ছল চার হাজার পরিবারে ঈদ উপহার পাঠাচ্ছেন সিলেট সিটি করপোরেশনের ২০ নং ওয়ার্ড কাউন্সিলর ও মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আজাদুর রহমান আজাদ। 

শুক্রবার বেলা ২টায় সৈয়দ হাতিম আলী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে ঈদ উপহার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়। 

করোনার দ্বিতীয় ঢেউয়ে যখন বেশিরভাগ জনপ্রতিনিধিকে অসহায় লোকজন খুঁজেই পাচ্ছেন না, তখন কাউন্সিলর আজাদের এমন উদ্যোগ প্রশংসা কুড়াচ্ছে সর্বমহলে। 

ঈদ উপহার বিতরণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ বলেন, কাউন্সিলর আজাদ রাজনৈতিক পরিবারের মানুষ। তাই মানুষের সুখ-দুঃখ তার অনুভূতিকে নাড়া দেয়। অসহায় মানুষের জন্য তার মানবিক কর্মকাণ্ড প্রশংসার দাবি রাখে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও সাবেক সাংসদ শফিকুর রহমান চৌধুরী, জাতীয় পার্টির চেয়ারম্যানের উপদেষ্টা আবদুল্লাহ সিদ্দিকী, মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি মো. ছানাওর, টিলাগড় কেন্দ্রীয় জামে মসজিদের মোতাওয়াল্লী অধ্যাপক সৈয়দ মকসুদ আলী, সিলেট জেলা প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মঈন উদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক শাহ দিদার আলম নবেল, এটিএন বাংলার সিনিয়র রিপোর্টার শাহ মুজিবুর রহমান জকন প্রমুখ।

উদ্বোধনী দিনে সাদিপুর ও ভাটাটিকর এলাকার সাড়ে ৫০০ অসচ্ছল পরিবারের হাতে ঈদ উপহার হিসেবে খাদ্যসামগ্রী তুলে দেয়া হয়। ২০ নং ওয়ার্ডের বাকি এলাকায় পর্যায়ক্রমে ঈদ উপহার পাঠিয়ে দেয়া হবে বলে জানান কাউন্সিলর আজাদ।

বিডি-প্রতিদিন/বাজিত হোসেন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর