মৌলভীবাজারের শ্রীমঙ্গলে প্রাণিসম্পদ মেলা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে শহরের সাগরদীঘি সড়কে ভেটেরিনারি হাসপাতাল প্রাঙ্গণে এ মেলা অনুষ্ঠিত হয়।
মেলার সার্বিক সহযোগিতায় ছিল প্রাণীসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্প, প্রাণীসম্পদ অধিদপ্তর, মৎস ও প্রাণীসম্পদ মন্ত্রণালয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলামের সভাপতিত্বে ভিডিও কনফারেন্সে মেলার উদ্বোধন করেন অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা ড. উপাধ্যক্ষ মো. আব্দুস শহীদ এমপি।
বিশেষ অতিথি ছিলেন জেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. আব্দুস ছামাদ। উপস্থিত ছিলেন প্রদর্শনী আয়োজক কমিটির সদস্য সচিব ও উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. কর্ন চন্দ্র মল্লিক, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মিতালী দত্ত, ওসি (অপারেশন) নয়ন কারকুন, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা কুমুদ রঞ্জন দেব, ডেইরী এসোসিয়েশনের সভাপতি আফজল হক।
মেলায় ৩৯ টি প্রদর্শনী ষ্টল দেয়া হয়েছে। এরমধ্য একটি ষ্টলে ছিল প্রাণীসম্পদ অফিনের, আটটি ষ্টল বিভিন্ন ঔশধ কোম্পানীর। বাকী ৩০টি ষ্টলে ছিল বিভিন্ন এনজি, মুরগী ও গরু ফার্মমালিকদের।
মেলায় প্রদর্শনীর জন্য রাখা হয়েছিল ফিজিয়ান, সাইওয়াল, ব্রাহল ও দেশী গরু। ব্ল্যাকবেঙ্গল, যমুনা পুরি, তুতাপুরি ছাগল। দেশী ঘোড়া, মহিষ ও ভেড়া। বয়লার, লেয়ার ও আচিঁল মুরগী। তারকি, চীনা, সোনালী, দেশী ও রাজহাঁস।
বিকেলে মেলায় অংশ নেয়াদের মধ্য থেকে গরু, ছাগল-ভেড়া ও প্লোট্রি এই তিন ক্যাটাগড়িতে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় পুরস্কার প্রদান করা হয়।
বিডি প্রতিদিনি/হিমেল