৭ জুন, ২০২১ ১৮:৪৮

আবারও দুই দফা ভূমিকম্পে কাঁপল সিলেট, আতঙ্ক

নিজস্ব প্রতিবেদক, সিলেট

আবারও দুই দফা ভূমিকম্পে কাঁপল সিলেট, আতঙ্ক

প্রতীকী ছবি

আট দিন পর সিলেট আবারও ভূমিকম্প অনুভূত হয়েছে। আজ সোমবার সন্ধ্যা ৬টা ২৯ ও ৩০ মিনিটে এক মিনিটের ব্যবধানে দুইবার ভূমিকম্পে কেঁপে ওঠে এই পুণ্যভূমি।

গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন সিলেট আবহাওয়া অফিসের সিনিয়র আবহাওয়াবিদ সাঈদ আহমেদ চৌধুরী। তিনি জানান, ভূমিকম্পের মাত্রা ছিল ৩ দশমিক ৮। আর ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল সিলেট রিজিওন।

এদিকে, ভূমিকম্পে নগরবাসীর মধ্যে তীব্র আতঙ্ক দেখা দেয়। অনেকেই বাসা-বাড়ি ও অফিস থেকে বেরিয়ে রাস্তায় ভিড় করেন।

এর আগে সর্বশেষ গত ৩০ মে সিলেটে মৃদু ভূমিকম্প অনুভূত হয়। ওইদিন ভোর ৪টা ৩৫ মিনিট ৭ সেকেন্ডে দুই দশমিক ৮ মাত্রার ভূ-কম্পন অনুভূত হয়।

তার আগের দিন অর্থাৎ ২৯ মে দেশের ইতিহাসে প্রথমবারের একদিনে চার দফা ভূ-কম্পন সিলেটে। এর উৎপত্তিস্থল সিলেটের জৈন্তাপুর ও এর আশপাশে ছিল।

বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর