সিলেট বিভাগে করোনায় মৃত্যুর সংখ্যা ৬০০ ছাড়িয়েছে। শুক্রবার সকাল ৮টা থেকে পূর্ববর্তী ২৪ ঘণ্টায় বিভাগে আরও ৮ জনের প্রাণহানি হয়েছে করোনা সংক্রমণে। এ নিয়ে বিভাগে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬০৬ জনে।
এর মধ্যে ৪৮৫ জনই সিলেট জেলার বাসিন্দা। আর বাকিদের মধ্যে সুনামগঞ্জের ৪৩ জন, মৌলভীবাজারের ৫০ জন ও হবিগঞ্জের ২৮ জন রয়েছেন।
গেল ২৪ ঘন্টায় সিলেট বিভাগে আরও ৩৮৪ জনের শরীরে করোনা ভাইরাসের অস্তিত্ব সনাক্ত হয়েছে। ৯৩৫ জনের নমুনা পরীক্ষায় এই আক্রান্ত সনাক্ত হন। সনাক্তের হার ছিল ৪১ শতাংশের উপরে। সবমিলিয়ে সিলেট বিভাগে আক্রান্ত সনাক্তের সংখ্যা দাঁড়ালো ৩৪ হাজার ৮৬৪ জন। একই সময়ে সিলেট বিভাগে করোনা থেকে সুস্থ হয়েছেন ১৫২ জন। আর সবমিলিয়ে সুস্থতার সংখ্যা দাঁড়ালো ২৭ হাজার ৭১২ জনে।
বিডি প্রতিদিন/এ মজুমদার