সিলেটের জকিগঞ্জে মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৪ জন। আজ বুধবার সন্ধ্যা সাড়ে ৬টায় সিলেট-জকিগঞ্জ সড়কের শাহবাগ নিজগ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- জকিগঞ্জ উপজেলার গণিপুর গ্রামের আব্দুল মতিন চৌধুরীর ছেলে মো. মাহেল চৌধুরী (৩০), দৌলতপুর গ্রামের আব্দুল মানিকের ছেলে জুনেদ আহমদ (৩৩) ও ছয়ঘরী গ্রামের অরুন বিশ্বাসের ছেলে শিপন বিশ্বাস (৩৬)।
স্থানীয়রা জানান, সিলেট থেকে জকিগঞ্জগামী একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদের পানিতে পড়ে ডুবে যায়। এসময় স্থানীয় লোকজন গাড়ির ভেতর থেকে ৭ জনকে উদ্ধার করেন। এর মধ্যে ঘটনাস্থলে একজন
ও সিলেট নেয়ার পথে আরও দুইজন মারা যান।
জকিগঞ্জ থানার ওসি আবুল কাসেম জানিয়েছেন, দুর্ঘটনায় ৩ জন নিহত হয়েছেন। নিহতদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ আল সিফাত