১৮ জানুয়ারি, ২০২২ ১৪:৫৮

মৌলভীবাজারে বোরো রোপণে ব্যস্ত কৃষক

মোলভীবাজার প্রতিনিধি

মৌলভীবাজারে বোরো রোপণে ব্যস্ত কৃষক

মৌলভীবাজারের হাওরগুলোতে বোরো চাষে ব্যস্ত সময় পার করছেন কৃষকেরা। জেলার হাকালুকি, কাওয়াদীঘি, হাইল হাওরসহ ছোট-বড় হাওর এবং এর উপরিভাগে চলছে এখন বোরো চাষাবাদের উৎসব। অনুকূল আবহাওয়া, হাওরের পানি আগাম কমে যাওয়ায়, বাজারে ধানের দাম বাড়ায় এবছর জেলায় বোরো চাষে আগ্রহ বেড়েছে কৃষকদের।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্যমতে, এ বছর জেলায় বোরো চাষের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৫৬ হাজার ৮০০ হেক্টর। এর মধ্যে হাওরে ২৭ হাজার ৮০০ হেক্টর এবং উপরি অংশে ২৯ হাজার হেক্টর।

কাওয়াদীঘি হাওর  ঘুরে দেখা যায়, শীত উপেক্ষা করে জমি প্রস্তুত ও রোপণের কাজে ব্যস্ত সময় পার করছেন কৃষকেরা। কেউ সেচের জন্য নালা তৈরি, আবার অনেকে তৈরি জমিতে পানি সেচ দিয়ে ভিজিয়ে রাখছেন। আনুষঙ্গিক কাজ শেষ করে কেউবা বীজতলা থেকে চারা তুলে তা জমিতে রোপণ করছেন।

এসময় কৃষকদের সাথে কথা হলে তারা জানান, হাওরে এ বছর বোরো আবাদ বেশি  হয়েছে। বিগত কয়েক বছর ধরে হাওরে পতিত থাকা জমিতে এ বছর বোরো রোপণ করেছেন কৃষকরা। প্রায় ৭ বছর ধরে হাওরে নিচু এলাকা জোর কান্দি, লামা কান্দি, পিয়ালার পার, জুলঘাট, বলছিড়ার বিলের পার, মাঝের বান্দসহ বেশ কয়েকটি এলাকায় কৃষকরা চাষাবাদ করতেন না। জমিগুলো পতিত অবস্থায় থাকতো রাখালরা গরু, মহিষ চড়াত।

কাওয়াদীঘি হাওর পারের কৃষক সালিক মিয়া বলেন, ‘ধানের দাম আগের চেয়ে বেশি হওয়ায় আমরা কৃষকেরা আগ্রহ নিয়ে বোর চাষ করছি। 

কৃষক সামছুল মিয়া বলেন, এবছর হাওরের পানি আগাম কমে যাওয়ায় হাওরের পতিত থাকা নিচু এলাকা জোড় ককান্দি, পিয়ালার পার, বলছিড়া, মাজের বান্দসহ বেশ কয়েকটা এলাকায় কয়েক হাজার বিগা জমিতে এ বছর বোর রোপণ হয়েছে। আমি নিজেও জোরকান্দিতে ৫ বিঘা জমিতে বোরো রোপণ করেছি।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহকারী পরিচালক কাজী লুৎফুল বারী বলেন, ‘আশা করি, এ বছর বোরো ফসলের ভালো ফলন হবে। ধানের দাম বাড়ায় কৃষকেরা ধান চাষে আগের চেয়ে অনেক বেশি আগ্রহী হয়েছেন। আমরা সার্বক্ষণিক নজর রাখছি, মাঠ ঘুরে তাঁদের সমস্যা শুনে পরামর্শও দিচ্ছি। এবছর জেলায় ৩৫ হাজার কৃষকদের আরমা সার ও বীজ দিয়েছি।’


বিডি প্রতিদিন/ফারজানা

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর