সিলেট নগরীর চৌহাট্টায় আগুন লেগে একটি ফার্মেসি ভস্মীভূত হয়ে গেছে। বুধবার (২৬ জানুয়ারী) দিবাগত রাতে ইউনিক ফার্মেসিতে অগ্নিকান্ডের এ ঘটনা ঘটে।
জানা গেছে, বুধবার দিবাগত রাত সোয়া ৩টার দিকে আকস্মিকভাবে ইউনিক ফার্মেসিতে আগুন লাগে। আগুন দেখে আশপাশের লোকজন ফায়ার সার্ভিসে খবর দেন।
সিলেট ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার বেলাল হোসেন জানান, অগ্নিকান্ডের খবর পেয়ে রাত ৩টা ২৫ মিনিটে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। প্রায় এক ঘন্টা চেষ্টা চালিয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।
তিনি আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক গোলযোগ থেকে অগ্নিকান্ডের সূত্রপাত ঘটতে পারে। ক্ষয়ক্ষতি নির্ধারণের বিষয়টি তদন্তাধীন আছে।
ইউনিক ফার্মেসির মালিক সিলেট জেলা যুবলীগের সাধারণ সম্পাদক শামীম আহমদ জানান, অগ্নিকান্ডে প্রায় কোটি টাকার ক্ষতি হয়েছে। ফার্মেসির ডিসপ্লে ও স্টকের ওষুধ পুড়ে ছাই হয়ে গেছে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ