সিলেট-ঢাকা মহাসড়ক মৃত্যুকূপ, এটি যেন বার বার প্রমাণ হচ্ছে। মহাড়কটি মাত্র কয়েকঘণ্টার ব্যবধানে কেড়ে নিল এক পুলিশ সদস্য ও এক নারীর প্রাণ।
রবিবার সকালে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জের দেউন্দি মায়ের দোয়া পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে গিয়ে সেলিনা আক্তার মায়া (৩৫) নামে এক মহিলা যাত্রী ঘটনাস্থলেই মারা যান। মায়া আক্তার ঢাকার কামরাবিগচর এলাকার সুমন মিয়ার স্ত্রী। এ দুর্ঘটনায় অন্তত ১৫ জন আহত হয়েছেন। আহতদের হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানা যায়, ঢাকা থেকে ছেড়ে আসা সিলেটগামী একটি বাস দেউন্দি মোড়ে পৌঁছালে হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে খাদে পড়ে যায়। এসময় বাসটি উল্টে গিয়ে দুমড়ে মুচড়ে যায়। খবর পেয়ে শায়েস্তাগঞ্জ ফায়ার সার্ভিসের একদল কর্মী ঘটনাস্থলে গিয়ে নিহত সেলিনা আক্তার মায়ার লাশ এবং আহতদের উদ্ধার করে। পরে হতাহতদের হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে প্রেরণ করা হয়।
শায়েস্তাগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন (ইনচার্জ) আরিফ আহমেদ বলেন, ঢাকা থেকে সিলেটের শাহজালাল ও শাহপরান মাজার জিয়ারতের উদ্দেশ্যে মায়ের দোয়া পরিবহনের বাসটি নিয়ে আসেন যাত্রীরা। পথিমধ্যে দুর্ঘটনার কবলে পড়েন তারা। এতে এক নারী নিহত ও অন্তত ১৫ যাত্রী আহত হয়েছে। তাদেরকে হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
বিডি প্রতিদিন/আরাফাত