কেন্দ্রীয় ছাত্রদলের মিছিলে ছাত্রলীগের হামলার প্রতিবাদে সিলেট জেলা ও মহানগর ছাত্রদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল হয়েছে।
শনিবার দুপুর ২টায় নগরীর জিন্দাবাজার থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বন্দরবাজার পয়েন্টে এসে শেষ হয় মিছিল।
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এই বিক্ষোভে সিলেট জেলা ছাত্রদলের সভাপতি আলতাফ হোসেন সুমন, মহানগর ছাত্রদলের সভাপতি সুদীপ জ্যোতি এষ, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দিনার ও মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক ফজলে রাব্বী আহসানের নেতৃত্বে উপস্থিত ছিলেন সিলেট জেলা ও মহানগর ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ