সিলেটে ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী তিন কিশোর নিহত হয়েছেন।
রবিবার বিকেল ৩টার দিকে সিলেট-তামাবিল মহাসড়কের জৈন্তাপুর উপজেলার চিকনাগুল এলাকায় সিলেট গ্যাস ফিল্ডের ৩নং গেটের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- সিলেট মহানগর যুবলীগ নেতা সুবেদুর রহমান মুন্নার ছেলে জালালাবাদ ক্যান্টনমেন্ট স্কুলের দশম শ্রেণির ছাত্র ফাহিমদ রহমান অমি, শাহপরাণ থানাধীন হাতুড়া গ্রামের ফিরোজ মুহুরির ছেলে আজিম ও খাদিমপাড়ার পুরানবাড়ির আবদুল আহাদের ছেলে জাসিম আহমদ।
জৈন্তাপুর থানার এসআই নিখিল চন্দ্র রায় জানান, ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আজিম ঘটনাস্থলেই মারা যান। বাকি দুইজনকে আশঙ্কাজনক অবস্থায় ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক অমিকে মৃত ঘোষণা করেন। আর জাসিম আহমদকে হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হলে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সে মারা যায়।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন