বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী বলেছেন, নৈতিক শিক্ষা না হলে পুলিশ, বিডিআর, আর্মি দিয়ে বিশৃঙ্খলা ঠেকানো যাবে না। বিশৃঙ্খলা থেকে বাঁচতে গেলেই আমাদের ধর্মীয় মূল্যবোধের শিক্ষা নিতে হবে।
রবিবার দুপুরে হবিগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত ইমাম মুয়াজ্জিনদের মাঝে সরকারি সহায়তা কালে প্রতিমন্ত্রী এসব কথা বলেন। এতে জেলা প্রশাসক ইসরাত জাহানের সভাপতিত্বে এ সময় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক মিন্টু চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার শৈলেন চাকমা প্রমুখ।
সভায় ১৮জন ইমাম-মুয়াজ্জিনকে ২লাখ ৭০ হাজার টাকার সুদমুক্ত ঋণ ও ৮১জন ইমাম-মুয়াজ্জিনকে ৩ লাখ ৪ হাজার টাকা অনুদার দেয়া হয়।
বিডি প্রতিদিন/আরাফাত