৩ ডিসেম্বর, ২০২২ ১৬:৪১

সিসিকের উদ্যোগে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক, সিলেট:

সিসিকের উদ্যোগে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধন

‘দক্ষ জনশক্তিই পারে উন্নত সমৃদ্ধ আগামীর বাংলাদেশ গড়তে’- এ স্লোগান নিয়ে যাত্রা শুরু করেছে সিলেট সিটি কর্পোরেশনের প্রথম কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র। শনিবার সকালে নগরের চৌহাট্টায় সিলেট সিটি করপোরেশনের (সিসিক) মালিকানাধীন ‘ভোলানন্দ নৈশ উচ্চ বিদ্যালয়ে’ চালু করা হয়েছে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রটি। সিটি মেয়র আরিফুল হক চৌধুরী প্রশিক্ষণ কেন্দ্রটি উদ্বোধন করেন। 

সিসিক সূত্র জানায়, স্থানীয় যুব শক্তিকে দক্ষ জনশক্তি হিসেবে গড়ে তোলার লক্ষ্যে আর্ন্তজাতিক সেবা সংস্থা সুইসকন্ট্যাক্ট ও শেভরনের ‘বাংলাদেশ পার্টনারশীপ ইনিশিয়েটিভ-বিপিআই’ এর অধীনে ‘ভোলানন্দ উত্তরণ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রটি’ প্রতিষ্ঠা করা হয়েছে। প্রশিক্ষণ কেন্দ্রটির উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সুইসকন্ট্যাক্ট বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর মুজিবুল হাসান।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় মেয়র আরিফুল হক চৌধুরী বলেন, ‘সাধারণ শিক্ষার পাশাপাশি সক্ষম যুবকদের দক্ষ মানবসম্পদে রূপান্তরে সিলেট সিটি কর্পোরেশন কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রটি চালু করেছে। এর মধ্যদিয়ে বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণ দিয়ে দক্ষ জনশক্তি তৈরী করতে চায় সিসিক। যাতে বিশ্ব বাজারের দক্ষতার সাথে প্রশিক্ষিতরা নিজেদের উপস্থাপন করতে পারেন।’
অনুষ্ঠানে সিসিকের কাউন্সিলর ও উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 


বিডি প্রতিদিন/এএম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর