২৯ জানুয়ারি, ২০২৩ ১৭:০৯

অবৈধ বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে ইলেকট্রিশিয়ানের মৃত্যু

সাইফুল ইসলাম বেগ, বিশ্বনাথ (সিলেট)

অবৈধ বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে ইলেকট্রিশিয়ানের মৃত্যু

চম্পু দেব সোহাম

সিলেটের বিশ্বনাথে অবৈধ বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে এক ইলেক্ট্রিশিয়ানের মর্মান্তিক মৃত্যু হয়েছে। তার নাম চম্পু দেব সোহাম (২৩)। তিনি উপজেলার খাজাঞ্চী ইউনিয়নের প্রয়াগমহল গ্রামের কালাচাঁন দেবের ছেলে। 

গেল শনিবার রাত ৯ টায় গ্রামের চমক আলীর বাড়ি সংলগ্ন ধানি জমিতে এ ঘটনা ঘটে। এসময় স্থানীয় সহযোগিরা বিদ্যুৎস্পৃষ্ট চম্পুকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

সূত্র জানায়, রাতে চম্পু ও তার সহযোগিরা মিলে গ্রামের জনৈক চমক আলীর বাড়ি সংলগ্ন ধানি জমিতে মিনিবার ফুটবলের আয়োজন করেন। মাঠ প্রস্তুত শেষে রাত ৯টায় আলোকসজ্জার জন্যে টানা হয় বৈদ্যুতিক লাইন। মাঠের কাছে থাকা বিদ্যুতের মেইন লাইনে সংযোগ দিতে যান চম্পু। এসময় তিনি বিদ্যুস্পৃষ্ট হন। তখন সহযোগিরা তাকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। রাত ১০টায় হাসপাতালের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে কথা হলে বিশ্বনাথ পুলিশ স্টেশনের অফিসার ইনচার্জ গাজী আতাউর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এ বিষয়ে চম্পু দেব সোহামের পিতা থানায় একটি অপমৃত্য মামলা দায়ের করেছেন।

বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর