২৭ মে, ২০২৪ ১৮:২৪

রিমালের প্রভাবে সিলেটে টানা বৃষ্টি

নিজস্ব প্রতিবেদক, সিলেট:

রিমালের প্রভাবে সিলেটে টানা বৃষ্টি

ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে সিলেটেও বৃষ্টি হয়েছে। সকাল থেকে শুরু হওয়া টানা বৃষ্টিতে ভোগান্তিতে পড়েন কর্মজীবীসহ সাধারণ মানুষ। অনেকেই বৃষ্টি মধ্যেই বের হন। সোমবার সকাল থেকে শুরু হওয়া বৃষ্টি সন্ধ্যা পর্যন্তও অব্যাহত ছিল। বৃষ্টির সঙ্গে দমকা বাতাসও ছিলো।

সিলেট আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ শাহ মোহাম্মদ সজীব হোসাইন জানান, ২৪ ঘন্টায় (রবিবার সকাল থেকে সোমবার সকাল পর্যন্ত) সিলেটে ১৬.২ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। আর সোমবার সকাল ১২টা থেকে ৩টা পর্যন্ত ৮.২ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে এবং রাতে বৃষ্টি ও বাতাসের পরিমাণ বাড়তে পারে। 
এর আগে রবিবার পর্যন্ত সিলেটে তীব্র গরমের অস্বস্তি ছিলো। বৃহস্পতি থেকে শনিবার পর্যন্ত টানা ৩ দিন তাপমাত্রা একের পর এক ভাঙে রেকর্ড। সর্বশেষ শনিবার সিলেটে চলতি মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৩৮.২ ডিগ্রি সেলসিয়াস।


বিডি প্রতিদিন/এএম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর