বাংলাদেশের সাথে বাণিজ্য বৃদ্ধিতে কাজ করতে চায় আলজেরিয়া। দুই দেশের যে সম্ভাবনা রয়েছে, সেটি কাজে লাগানো গেলে ব্যবসা-বাণিজ্যের অনেক প্রসার ঘটবে। এতে উভয় দেশ লাভবান হবে।
শনিবার দুপুরে সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি কার্যালয়ে ব্যবসায়ী নেতৃবৃন্দের সাথে মতবিনিময়কালে আলজেরিয়ার রাষ্ট্রদূত ড. আবদেলওয়াহাব সায়দানি একথা বলেন।
সিলেট চেম্বারের ভারপ্রাপ্ত সভাপতি ফয়েজ হাসান ফেরদৌসের সভাপতিত্বে সভায় আলজেরিয়ার রাষ্ট্রদূত বলেন, আলজেরিয়া বাংলাদেশের সাথে বাণিজ্য সম্পর্ক বৃদ্ধিতে আগ্রহী। সম্প্রতি বাংলাদেশ সরকারের সাথে আলজেরিয়া সরকারের কয়েকটি বাণিজ্য চুক্তি স্বাক্ষরিত হয়েছে। আলজেরিয়াতে প্রচুর খেঁজুর উৎপন্ন হয়, আসন্ন পবিত্র রমজান মাসে বাংলাদেশ আলজেরিয়া থেকে স্বল্পমূল্যে খেঁজুর আমদানি করতে পারবে। এতে দুই দেশের অর্থনৈতিক সম্পর্ক জোরদার হবে।
আলজেরিয়ার রাষ্ট্রদূত আরও বলেন, আলজেরিয়া সম্প্রতি বাংলাদেশি শিক্ষার্থীদের স্কলারশিপসহ উচ্চশিক্ষার সুযোগ দিয়েছে। বাংলাদেশি শিক্ষার্থীরা এই সুবর্ণ সুযোগ গ্রহণ করতে পারে। এ ছাড়াও ব্যবসায়ীদের অত্যন্ত স্বল্প সময়ের মধ্যে আলজেরিয়া বিজনেস ভিসা প্রদান করছে।
সভাপতির বক্তব্যে সিলেট চেম্বারের ভারপ্রাপ্ত সভাপতি ফয়েজ হাসান ফেরদৌস বলেন, সিলেট বিনিয়োগের জন্য একটি আদর্শ স্থান। আলজেরিয়ার বিনিয়োগকারীরা সিলেটে পর্যটন, শিল্প, শিক্ষা ও আইসিটি খাতে বিনিয়োগ করতে পারেন।
বিডি প্রতিদিন/এমআই