সিলেট সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে প্রবেশের সময় দুই যুবককে আটক করেছে বিজিবি। এছাড়া সীমান্তের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে অর্ধ কোটি টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ করেছে বিজিবির টহল দল। রবিবার বিজিবি ১৯ ব্যাটালিয়নের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের সময় আটককৃতরা হলেন- হবিগঞ্জ জেলার জীবন দাস (২৯) ওকিশোরগঞ্জ জেলার সজল দাস (২৯)। গত শনিবার সন্ধ্যার দিকে সিলেটের কানাইঘাট উপজেলার সীমান্তবর্তী এলাকা থেকে তাদের আটক করা হয়।
এদিকে, রবিবার ও আগের দিন শনিবার সিলেট সীমান্তের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় চোরাই পণ্য জব্দ করেছে বিজিবি। জব্দকৃত পণ্যের মধ্যে রয়েছে- ৬ হাজার ২৫০ কেজি মিছরি গুড়া, ২ হাজার ৮শ কেজি চিনি, চিটাগুড় ৫ হাজার ৫শ’ কেজি, পাতার বিড়ি ৪২ হাজার পিস ও ১টি মাঝারি ট্রাক। জব্দকৃত ভারতীয় পণ্যের মূল্য আনুমানিক ৬৩ লাখ টাকা বলে জানিয়েছে বিজিবি।
বিডি প্রতিদিন/এএম