সাবেক কৃষিমন্ত্রী উপাধ্যক্ষ আব্দুস শহীদকে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে মৌলভীবাজার জেলা কারাগারে স্থানান্তর করা হয়েছে। রবিবার সন্ধ্যায় মৌলভীবাজার কারাগারে হস্তান্তর করা হয়।
মৌলভীবাজার জেলার জেল সুপার মোহাম্মদ মুজিবুর রহমান মজুমদার গণমাধ্যমের কাছে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, শ্রীমঙ্গলের একটি মামলায় সাবেক কৃষিমন্ত্রী আব্দুস শহীদকে ঢাকা কারাগার থেকে মৌলভীবাজার কারাগারে স্থানান্তর করা হয়েছে। আগামী ২৭ নভেম্বর মৌলভীবাজার আদালতে তাকে হাজির করা হবে।
গত ৩ অক্টোবর দিবাগত রাতে আব্দুস শহীদের ঢাকাস্থ উত্তরার বাসায় অভিযান চালিয়ে তাকে আটক করে পুলিশ।
বিডি প্রতিদিন/আরাফাত