হবিগঞ্জ শহরের সিনেমা হল রোড এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে হবিগঞ্জ ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
রাত সাড়ে ১১ টায় এ ঘটনা ঘটে। এতে অল্পের জন্য রক্ষা পেয়েছে ওই এলাকার আরো কয়েকটি দোকান।
স্থানীয় ব্যবসায়ীরা জানান, সারাদিন ব্যবসার কাজ শেষে রাত সাড়ে ১০টায় সিনেমা হল রোডের এম.জে. এস স্টোরের স্বত্ত্বাধিকারী রিপন মিয়া দোকানের সার্টার বন্ধ করে বাসায় চলে যান। রাত সাড়ে ১১ টার দিকে দোকানের ভিতরে বিদ্যুতের শট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। বাহির থেকে আগুন জ্বলতে দেখেন পার্শ্ববর্তী ব্যবসায়ীরা। এ সময় ফায়ার সার্ভিসকে খবর দিলে একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে দোকানের মূল্যবান জিসিনপত্র পুড়ে ছাই হয়ে যায়।
দোকানের স্বত্ত্বাধিকারী রিপন মিয়া বলেন, ‘আমি দোকান বন্ধ করে বাসায় চলে যাই। পরে খবর পাই আমার দোকানে আগুন লেগেছে। এসে দেখি দোকানের ভিতরে থাকা মালামাল পুড়ে গেছে।
এ বিষয়ে হবিগঞ্জ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার সুলতান মাহমুদ বলেন, প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে। ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুণ নিয়ন্ত্রণে আনে।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন