সিলেটের বিশ্বনাথে বাস চাপায় এক অটোচালকের মৃত্যু হয়েছে। সোমবার সন্ধ্যায় বিশ্বনাথ-জগন্নাথপুর সড়কের খরাগঞ্জ এলাকার অটোমিলের পাশে এ ঘটনা ঘটে। নিহত অটোচালকের নাম জলাল মিয়া (৫০)। তিনি হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ থানার ব্রাম্মনডোরা গ্রামের মৃত কফিল উদ্দিনের ছেলে। দীর্ঘদিন ধরে পরিবার নিয়ে স্থানীয় পীরের বাজারে ভাড়া বাসায় বসবাস করে আসছিলেন তিনি।
প্রত্যাক্ষদর্শীরা জানান, ঘটনার সময় পীরের বাজারের দিকে যাত্রী নিয়ে যাচ্ছিলেন অটোচালক জলাল মিয়া। এ সময় জগন্নাথপুর থেকে ছেড়ে আসা সিলেটগামী বেপরোয়া যাত্রীবাহী একটি অজ্ঞাত বাস তাকে চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায়। তখন গুরুতর আহতাবস্থায় উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এদিকে ঘটনার পর পর স্থানীয় অটোচালকরা পীরেরবাজারে অবস্থান নিয়ে সড়ক অবরোধ বিক্ষোভ করেন। এক পর্যায়ে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) আলাউদ্দিন কাদের ঘটনাস্থলে পৌছে পরিস্খিতি নিয়ন্ত্রণে আনেন।
এ বিষয়ে কথা হলে বিশ্বনাথ পুলিশ স্টেশনের এসআই মো. জামাল উদ্দিন বলেন, ঘাতক বাস এখনো শনাক্ত করা যায়নি। এ ঘটনায় জলাল মিয়া নামের একজন অটোচালক মারা গেছেন। আহত হয়েছে আরও দুইজন। বিষয়টি নিয়ে আমরা কাজ করছি। তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
বিডি প্রতিদিন/এএম