সিলেটের বিশ্বনাথ উপজেলার পীরের বাজারে মাছের মেলায় দেখা মিললো দুইটি ‘বাঘাইড়’ মাছের। বড়টি ওজনে ৬৫ ও ছোটটি ৪৫ কেজির। বিক্রেতা ৬৫ কেজির মাছের দাম ১ লাখ ২০ বিশ ও ৪৫ কেজি ওজনের বাঘাইড়ের দাম হাঁকেন ৮৫ হাজার টাকা। অথচ এই মাছ শিকার ও বিক্রয় আইনত দন্ডনীয় অপরাধ।
শনিবার (২৫ জানুুয়ারি) বাজারে মাছের মেলায় এ দুটি নিয়ে আসেন শেরপুরের ব্যবসায়ী সাইফুল মিয়া। মেলায় তোলা মাছের মধ্যে এগুলোই সবচেয়ে বড় মাছ।
সরেজমিন বাজারে গিয়ে দেখা যায়, মাছ দুটিকে ঘিরে ভিড় জমিয়েছেন উৎসুক জনতা। আগ্রহ নিয়ে দেখছেন মেলায় আসা ক্রেতা ও দর্শনার্থীরা। হিড়িক পড়ে ছবি ও ভিডিও ধারণের। দামও জিজ্ঞেস করছেন কেউ কেউ।
বাঘাইড় মহাবিপন্ন ও বিক্রি নিষিদ্ধের বিষয়টি অবগত নয় জানিয়ে ব্যবসায়ী সাইফুল মিয়া জানান, কুশিয়ারা নদীতে বাঘাইড় দুটি জেলেরা শিকার করেছেন। মেলায় বিক্রির উদ্দেশ্যে তিনি এ দুটি কিনে এনেছেন। এ মাছ সব মেলা ও বাজারে প্রায়ই প্রকাশ্যে বেচা-বিকি হয়।
এ বিষয়ে কথা হলে উপজেলা মৎস্য কর্মকর্তা স্বপন কুমার ধর জানান,‘মহাবিপন্ন বাঘাইড় আমাদের ঐতিহ্যের অংশ। জাতীয় স্বার্থে এ মাছ রক্ষায় সবাইকে সচেতন হতে হবে। আইন অনুযায়ী বাঘাইড় মাছ শিকার, ক্রয়-বিক্রয়, পরিবহন কিংবা হেফাজতে রাখা শাস্তিযোগ্য অপরাধ।
বিডি প্রতিদিন/এএম