চট্টগ্রামে পিকআপের ধাক্কায় রবিউল ইসলাম লেদু নামে এক যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার গভীর রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ভাটিয়ারি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত লেদু নগরীর বাকলিয়া রজাখালীর বাসিন্দা সালেহ আহম্মদের ছেলে।
চমেক হাসপাতাল সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে শবে বরাত উপলক্ষ্যে মাজার জেয়ারতে বের হয়েছিল লেদু। রাতে ভাটিয়ারি এলাকায় রাস্তা পার হওয়ার সময় একটি পিকআপ ভ্যান তাকে ধাক্কা দেয়। স্থানীয় লোকজন মুমূর্ষ অবস্থায় উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
বিডি প্রতিদিন/এ মজুমদার