কর্ণফুলী নদীর তীর থেকে তাসফিয়া আমিন নামে এক কিশোরীর লাশ উদ্ধার করেছে পুলিশ। তাসফিয়া আমিন (১৬) নামে ওই তরুণী সানশাইন স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির ছাত্রী।
বুধবার সকালে পতেঙ্গা থানাধীন ১৮ নং ঘাট এলাকার নদীর পাড় থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত তাসফিয়া নগরীর পাঁচলাইশ এলাকার মো আমিনের মেয়ে।
পতেঙ্গা থানার ওসি মোহাম্মদ আবুল কাশেম বলেন, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে বুধবার সকালে তার লাশ উদ্ধার করা হয়। তার শরীরের বিভিন্ন অংশে আঘাতের চিহ্নি রয়েছে। এছাড়া ধারণা করা হচ্ছে তাকে হত্যার আগে বিষ প্রয়োগ করা হয়।
পরিবারের বরাত দিয়ে তিনি জানান, মঙ্গলবার বিকেলে কাউকে কিছু না বলেই বাসা থেকে বের হয় তাসফিয়া। এরপর থেকে সবার সাথে যোগাযোগ বিচ্ছিন্ন ছিল। বুধবার লাশ উদ্ধার করার পর পরিবার তার লাশ সনাক্ত করে।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন