চট্টগ্রামের হাটহাজারী উপজেলা সদরের রংগীপাড়া পশ্চিম দেওয়ান নগর রেল লাইন সংলগ্ন সওদাগর বাড়ির পরিত্যক্ত পুকুর থেকে নবজাতকের গলিত মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ সকাল সাড়ে ৯টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়।
হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বেলাল উদ্দিন বলেন, ‘স্থানীয়দের খবরে পরিত্যক্ত পুকুর থেকে এক নবজাতকের গলিত মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’
বিডি প্রতিদিন/এ মজুমদার